বুধবার সকাল ১০টার দিকে নগরীর ২২ নম্বর ওয়ার্ডের কচুয়া চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনায় হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী বলে কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির এসআই আজিজুল ইসলাম জানান।
নিহত সাহেব আলীর (৫২) বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের কিসমত গ্রামে। তিনি বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির বাবুর্চি ছিলেন।
আহত পূজা পাল ওই উপজেলার পদুয়ারবাজার ঘোষপাড়া এলাকার শিবশঙ্কর পালের মেয়ে এবং স্থানীয় ঈশ্বর পাঠশালার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই বলেন, “বরুড়া উপজেলার ভাতেশ্বরগামী দোয়েল পরিবহনের একটি বাস একটি কভার্ড ভ্যানকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীতমুখী কান্দিরপাড়গামী একটি অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হল ঘটনাস্থলেই সাহেব আলী মারা যান।”
ওই অটোরিকশায় থাকা স্কুলগামী পূজা এ সময় আহত হয়। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয় বলে জানান তিনি।
এসআই বলেন, ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে এবং বাস ও অটোরিকশাটি জব্দ করেছে পুলিশ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS