মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করলেই চলবেনা, সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সকল পেশার লোকদের এগিয়ে আসতে হবে। গতকাল শনিবার “পুলিশই জনতা, জনতাই পুলিশ” এশ্লোগানকে সামনে রেখে মনোহরগঞ্জ থানার উদ্যোগে আয়োজিত কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা ও ওপেন হাউজ ডে’র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ শাখাওয়াত হোসেন একথা বলেন। তিনি মাদক নির্মূল, যৌতুক, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি অভিভাবক, সমাজপতিসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকদের সহযোগিতা করার আহবান জানান। প্রধান অতিথি বলেন, মাদক বিক্রেতারা দেশ ও জাতির শত্রু। তারা আমাদের যুব সমাজকে তিল তিল করে ধ্বংসের দিকে ঢেলে দিচ্ছে। মাদক বিক্রেতাদের দমন করতে আইন শৃঙ্খলা বাহিনী সবসময় কাজ করে যাচ্ছে, পাশাপাশি তাদেরকে সামাজিকভাবেও বয়কট করতে হবে। ওই সকল মাদক বিক্রেতারা সংখ্যায় আমাদের তুলনায় বেশি নয়। তাদেরকে সামাজিকভাবে বয়কটের সাথে সাথে তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন মাদক ছাড়াও আমাদের দেশে আরো কিছু সমস্যা রয়েছে, ইভটিজিং, যৌতুক ও বাল্য বিবাহ। ইভটিজিং ও বাল্য বিবাহ সম্পর্কে সচেতনতার জন্য আমরা বিভিন্ন স্কুল কলেজে এ বিষয়ে মতবিনিময় সভার আয়োজন করবো। এছাড়াও তিনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ও অপরাধীদেরকে ধরিয়ে দিতে কমিউনিটি পুলিশিং এর সদস্যদেরকে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহবান জানান। মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পুলিশের লাকসাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুল হাছান, কুমিল্লা জেলা পরিষদের সদস্য মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী, মনোহরগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবদুল খালেক দয়াল, সাধারণ সম্পাদক মাষ্টার সোলায়মান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল আজিজ প্রমুখ। মনোহরগঞ্জ থানার ওসি তদন্ত মাহাবুল কবিরের প্রানবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক দেওয়ান জসীম উদ্দিন, বাইশগাঁও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন বিএসসি, হাসনাবাদ ইউপি চেয়ারম্যান মো: কামাল হোসেন, ঝলম দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো: জিয়াউর রহমান শাহিন জিয়া, লক্ষণপুর ইউপি চেয়ারম্যান মহিন উদ্দিন চৌধুরী, খিলা ইউপি চেয়ারম্যান মো: আল আমিন ভূঁইয়া, নাথেরপেটুয়া ইউপি চেয়ারম্যান মাষ্টার রুহুল আমিন, মনোহরগঞ্জ থানার এসআই মো: নাছির উদ্দিন, মোহাম্মদ ইউসুপ, মোহাম্মদ ইউনুছ, মোহাম্মদ নাজমুল হোসেন, কিশোর বড়–য়া, মো: রবিউল হোসেন, মো: শহীদুল ইসলাম, নাথেরপেটুয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই হাছান আহমেদ, এসআই জয়দ্রত চাকমা, এএসআই মো: আরিফ, মনোহরগঞ্জ থানার এএসআই মোঃ ইলিয়াছ শাহ্, মো: আফসার উদ্দিন, শংকর কুমার সাহা, মোঃ হাবিবুর রহমান, মোঃ ফখরুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন, মোঃ রাশেদুল ইসলাম, মোঃ সুমন মিয়া, সংকলন বড়–য়া, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মো: আবুল বাশার, যুগ্ন আহবায়ক জানে আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক রুহুল আমিন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মো: আমিরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী শাহজাহান ব্যাপারী, মফিজুর রহমান, মনোহরগঞ্জ থানায় কর্মরত সালাহ উদ্দিন, শরীফসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS