কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইসলামিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার উদ্যোগে মহান ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়াও হামদ-নাত প্রতিযোগিতা, গজল প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, জাতীয় সংগীত প্রতিযোগিতা, দেশাতœবোধক গান, রচনা প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। লক্ষণপুর ইসলামিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো: শাহজাহান সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছানা উল্যাহ বশারীসহ আরো অনেকে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও সকল ছাত্র-ছাত্রীবৃন্দ। মহান ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস