স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো: তাজুল ইসলাম এমপি বলেছেন, সারা দেশে গ্রামে নাগরিক সুবিধা সবকিছু পৌছে দেওয়া হবে এবং সে অঙ্গীকার নিয়ে যে যাত্রা আরম্ভ হয়েছে, সে যাত্রার দায়িত্বের বেশির ভাগ অংশ আমার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের উপর অর্পিত। কাজ আরম্ভ হয়েছে, আগামী ৫বছর কাজ হবে। উন্নয়নের জোয়ারে সমগ্র পৃথিবীকে তাক লাগিয়ে দেয়া হবে। বাংলাদেশের প্রতিটি গ্রামকে শহরে রূপান্তরিত করার অঙ্গীকার নিয়ে কাজ শুরু করেছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার। শহরের সকল সুযোগ সুবিধা গ্রামে পৌছে দেওয়া হবে। বাংলাদেশ উন্নত দেশের কাতারে স্থান করে নিবে। জননেত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি যাতে সততার সাথে সে দায়িত্ব পালন করতে পারি, সে জন্য আপনারা সকলে দোয়া করবেন। আজ শনিবার সকালে লাকসাম উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় মো: তাজুল ইসলাম বলেন, আমার দলের কোন নেতাকর্মী অন্যায়, অবিচার, অত্যাচার, ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজীতে সম্পৃক্ত হলে কাউকে ছাড় দেওয়া হবেনা। কেউ বিচার-শালিসের নামে টাকা খেলে তার বিরুদ্ধে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। লাকসাম পৌরসভা আওয়ামীলীগের সভাপতি তাবারক উল্যাহ কায়েস এর সভাপতিত্বে যৌথ বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট ইউনুছ ভূঁইয়া, কুমিল্লা জেলা পরিষদের সদস্য এডভোকেট আবু তাহের, এডভোকেট তানজিনা আক্তার, লাকসাম পৌরসভা মেয়র অধ্যাপক মো: আবুল খায়ের, লাকসাম উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এনায়েত উল্যাহ এফসিএ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাশিদা বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন শামীম, উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সিহাব খান। লাকসাম উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় সভায় আরো উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সিরাজুল ইসলাম, আবদুল মান্নান মনু, আওয়ামীলীগ নেতা অহিদ উল্যাহ মজুমদার, উপজেলা যুবলীগ নেতা মনিরুল ইসলাম রতন, দলিলুর রহমান মানিক, আবদুল আলিম দিদার, মোশারফ হোসেন মজুমদার, চেয়ারম্যান শাহিদুল ইসলাম শাহিন, ওমর ফারুক, আলী আহম্মদ, হারুনুর রশিদ, রুহুল আমিন, আবদুল আউয়াল, আবদুর রশিদ সওদাগর, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলামসহ উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস