কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারগণ দায়িত্বগ্রহণ করেছেন। সোমবার আনুষ্ঠানিকভাবে তারা নিজ নিজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মেম্বারদের নিকট থেকে দায়িত্ব বুঝে নেন। দায়িত্ব গ্রহণের দিন উপজেলার বাইশগাঁও ইউপি, লক্ষণপুর ইউপি, খিলা ইউপি, নাথেরপেটুয়া ইউপি ও বিপুলাসার ইউপি চেয়ারম্যান ও মেম্বারগণ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। এদিকে লক্ষণপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের দায়িত্বগ্রহণ উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া ও মিলাদ মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা ও উপজেলা উন্নয়ন সমন্বয়ক মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন লক্ষণপুর ইউপি নব নির্বাচিত চেয়ারম্যান মহিন উদ্দিন চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মোঃ সেলিম কাদের চৌধুরী, লক্ষণপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক ডাঃ তোফাজ্জল হোসেন, যুগ্ম আহ্বায়ক শাহজাহান সিরাজ, উপজেলা যুবলীগের আহ্বায়ক দেওয়ান জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক শাহীন জিয়া, জানে আলম, লক্ষণপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন বাবলু, সহ-সভাপতি মোঃ আমিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক নূরে আলম ছিদ্দিকী, সিনিয়র সদস্য মহি উদ্দিন, লক্ষণপুর ইউনিয়ন ছাত্রলীগের সদস্য সচিব বোরহান উদ্দিন হিরা, ছাত্রলীগ নেতা অহিদ উল্লাহ জয়সহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে লাকসাম-মনোহরগঞ্জের উন্নয়নের রূপকার মোঃ তাজুল ইসলাম এমপির উন্নয়ন কর্মকান্ডকে আরো গতিশীল করতে প্রতিজ্ঞাবদ্ধ হন লক্ষণপুর ইউপি চেয়ারম্যান ও মেম্বারগণ। অনুষ্ঠানে নব নির্বাচিত চেয়ারম্যান মহিন উদ্দিন চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নেন.....
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস