কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর নুরুল হক উচ্চ বিদ্যালয় মনোহরগঞ্জ উপজেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম শেখ কামাল শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। গতকাল মঙ্গলবার বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় ম্যানেজিং কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। লক্ষণপুর ইউপি মহিন উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মোঃ তৈয়ব হোসেন, পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলী আশ্রাফ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুল আউয়াল পাটোয়ারী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আবুল বাশার, মোঃ আনোয়ার হোসেন মেম্বার, রাবেয়া বেগম, বিশিষ্ট সমাজসেবক নুরুল আমিন, মীর শাহাদাত হোসেন, লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সালেহ আহমেদসহ আরো অনেকে। অনুষ্ঠান উপস্থাপনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক কার্তিক চন্দ্র দাশ। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে ও লক্ষণপুর ইউপি চেয়ারম্যানের পক্ষ থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম শেখ কামালকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস