বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ তাজুল ইসলাম এমপি বলেছেন, বর্তমান সরকারের টানা দুই মেয়াদে আমার নির্বাচনী এলাকা লাকসাম-মনোহরগঞ্জে প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ২/১ টি করে নতুন একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে। প্রতিষ্ঠানের প্রয়োজনে যে কোনো সময়ে আমরা নতুন ভবন করতেও প্রস্তুত আছি। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে। আলোকিত মানুষ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য। তিনি শিক্ষার্থীদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করার জন্য শিক্ষকদেরকে আহ্বান জানান। গতকাল শনিবার মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজ মিলনায়তনে মনোহরগঞ্জ উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের সাথে শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার ২০৪১ ভিশনকে বাস্তবায়ন করতে শিক্ষার্থীদেরকে সু-যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মনোহরগঞ্জ উপজেলার শিক্ষার্থীরা পড়াশুনার মাধ্যমে সু-শিক্ষা অর্জন করে দেশের বিভিন্ন পর্যায়ে অবদান রাখবে। উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ আবদুল মতিনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী, শিক্ষক সমিতির উপদেষ্টা মাষ্টার সোলাইমান, বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ জাকির হোসেন, নীলকান্ত ডিগ্রি কলেজ অধ্যক্ষ আবু জামাল খাঁন, শাহ শরীফ ডিগ্রি কলেজ অধ্যক্ষ ইসহাক মিয়া, নাথেরপেটুয়া ডিগ্রি কলেজ অধ্যক্ষ ফিরোজ মজুমদার, নাথেরপেটুয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম, মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি এসএম হেলাল, বাইশগাঁও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন বিএসসি, নাথেরপেটুয়া ইউপি চেয়ারম্যান মাষ্টার রুহুল আমিন, বান্দুয়াইন দাখিল মাদ্রাসার সুপার হারুনুর রশিদ, ভোগই আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, পোমগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, আল জুলফিকার টেননিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং ইনন্সিটিউটের তত্ত্বাবধায়ক বাবু সুধীর চন্দ্র মল্ল বর্মন, আলীনকিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল আলম ইয়াছিন, হাসনাবাদ এ হাকিম দাখিল মাদ্রাসার সুপার মহিব উল্লাহ, উত্তর হাওলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদুর রহমান, লাল চাদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহঙ্গীর আলম, আমতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন, সহকারী শিক্ষক মাওলানা আবুল বাশার, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নাসের সালেহ মজুমদার, উপজেলা শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাফায়েত উল্লাহ মজুমদার, নীলকান্ত ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সৈয়দা লুৎফুন নাহারসহ আরো অনেকে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও লক্ষণপুর নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম শেখ কামাল। উপজেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথিকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেষ্ট প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস