বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ তাজুল ইসলাম এমপি বলেছেন, গ্রামের সহজ সরল মানুষ রাজনীতি করতে চায় না। দু’বেলা দু’মুঠো ভাত খেয়ে সারাদিন কঠোর পরিশ্রমের পর রাতে শান্তিতে ঘুমাতে চায়। নিরাপদভাবে তাদের কাজ করা এবং নিরাপদে রাতে যেন তারা ঘুমাতে পারে সে ব্যবস্থা করে দেওয়া এলাকার জনপ্রতিনিধিদের দায়িত্ব ও কর্তব্য। এলাকার নির্বাচিত তরুণ জনপ্রতিনিধিরা এলাকার উন্নয়ন, মাদকমুক্ত সমাজ, আইন-শৃঙ্খলার উন্নয়নসহ সমাজের ভালো কাজগুলোতে এলাকাবাসীকে সহযোগিতা করতে পারে। মানুষের কল্যাণে কাজ করলে বার বার জনপ্রতিনিধি হওয়া যায়। গতকাল শনিবার পোমগাঁও গ্রামে আয়োজিত মনোহরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় তিনি আরো বলেন, জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখলে বার বার জনপ্রতিনিধি হওয়া যায়। জনগণের দ্বোরগোড়ায় সঠিক সেবা পৌছে দেওয়ার জন্য তিনি ইউপি চেয়ারম্যান ও সদস্যদের আহবান জানান। এছাড়াও প্রতিমাসে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও মেম্বারদের সমন্বয়ে একবার করে সভা করার নির্দেশ প্রদান করেন। এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক মাষ্টার সোলাইমান, সদস্য সচিব মিজানুর রহমান মজুমদার, আওয়ামীলীগ নেতা মোস্তাফিজুর রহমান চেয়ারম্যান, সৌদিআরব রিয়াদস্থ আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য মো: জাকির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবদুল আজিজ, উপজেলা আওয়ামীলীগের সদস্য বীরমুক্তিযোদ্ধা মাস্টার শাহজাহান, বীরমুক্তিযোদ্ধা ডা: মোক্তার হোসেন, মোস্তফা কামাল মোহাম্মদ আলী, তাজুল ইসলাম চৌধুরী, প্রফেসর আবদুর রশিদ, অধ্যক্ষ আবদুল মতিন, মাষ্টার শাহাদাত হোসেন, বাইশগাঁও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন বিএসসি, সরষপুর ইউপি চেয়ারম্যান আবদুল মন্নান, হাসনাবাদ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, ঝলম উত্তর ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, ঝলম দক্ষিণ ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান শাহিন জিয়া, মৈশাতুয়া ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, লক্ষণপুর ইউপি চেয়ারম্যান মহিন উদ্দিন চৌধুরী, খিলা ইউপি চেয়ারম্যান মো: আল আমিন ভূ্ইঁয়া, উত্তর হাওলা ইউপি চেয়ারম্যান আবদুল হান্নান হিরন, নাথেরপেটুয়া ইউপি চেয়ারম্যান মাষ্টার রুহুল আমিন, বিপুলাসার ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান দুলাল, বাইশগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক হাজী অহিদ উল্যাহ পাটোয়ারী, সরষপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক মাষ্টার আবদুল আউয়াল পাটোয়ারী, হাসনাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক হাজী নুরুল ইসলাম, ঝমল দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক মাষ্টার গোলাম হায়দার মোহন, মৈশাতুয়া ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আলমগীর হোসেন, লক্ষণপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ডা: তোফাজ্জল হোসেন, উত্তর হাওলা ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক হাজী একরামুল হক, খিলা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক হাজী দেলোয়ার হোসেন, ঝলম উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক মোশারফ হোসেন বাবুল, আবদুল করিম, বিপুলাসার ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য সচিব গাজী সালাহ উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক দেওয়ান জসীম উদ্দিন, যুগ্ন আহবায়ক সফিকুর রহমান সফিক, আবুল বাশার, সিনিয়র সদস্য হারুনুর রশিদ, ডা: কবির হোসেন, মো: আমির হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন বাবলু, সহ সভাপতি মো: আমিরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এমএইচ নোমান, সিনিয়র সদস্য মহি উদ্দিনসহ ১১টি ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা সদস্যবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়কবৃন্দ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস