জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭ উপলক্ষ্যে কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জে উপজেলা পর্যায়ে স্কুল ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত করা হয়েছে। লাকসামে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন লাকসাম নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন হেলাল। এদিকে মনোহরগঞ্জে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন লক্ষণপুর নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম শেখ কামাল। উপজেলা বাছাই কমিটির মাধ্যমে তাদের দুইজনকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত করা হয়েছে। এছাড়াও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে লাকসামে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন পরিমল চন্দ্র ভৌমিক, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয় ও শ্রেষ্ঠ মাদ্রাসা নির্বাচিত হয়েছে দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসা। মনোহরগঞ্জে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন শামছুন নাহার, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে লক্ষণপুর নুরুল হক উচ্চ বিদ্যালয়, শ্রেষ্ঠ মাদ্রাসা নির্বাচিত হয়েছে নাথেরপেটুয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস